ডিম নয়, মুরগিই আগে
ডিম আগে না মুরগি আগে? তর্কটা অনেক পুরনো। এই এক তর্কের শেষ কোনোদিন দেখতে পারেনি কেউ। অনেক তর্কাতর্কির শেষে ফলাফল শূন্যই থাকত। তবে পুরনো সেই তর্ক কেন আবার সামনে এলো? কারো কারো মনে এমন প্রশ্ন আসতে পারে। এ তর্কের সমাধান করতে তো অনেক বিজ্ঞ ব্যক্তি দিনরাত পার করে দিয়েছেন। শেষে উত্তর পাওয়ার সম্ভাবনাটাই উড়িয়ে দিয়েছেন। তবে তার্কিকদের এবার বোধহয় সত্যিই ক্ষান্ত হতে হবে। আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না এ তর্কের সমাপ্তির জন্য। কারণ এই উত্তরটা বের করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলেছেন, ডিম নয়, মুরগিই...
Posted Under : Health News
Viewed#: 20
আরও দেখুন.

